জার্মানীতে উচ্চ শিক্ষা:কিছু দরকারি লিংক

বর্তমানে প্রায় অর্ধশতাধিক বিশ্ববিদ্যালয়ে একাধিক বিষয়ে আন্তর্জাতিক মাস্টার্স ও পিএইচডি কোর্স চালু আছে। ধীরে ধীরে সব বিশ্ববিদ্যালয় একাধিক বিষয়ে ইংরেজি মাধ্যমে আন্তর্জাতিক মাস্টার্স কোর্স চালুর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। ছাত্রদের দৈনন্দিন কাজের প্রয়োজনে ব্যবহারিক জার্মান ভাষা শিক্ষার জন্য আন্তর্জাতিক কোর্সগুলোতে জার্মান ভাষার কোর্স বিনামূল্যে শেখানো হয়। তবে বিশ্ববিদ্যালয়গুলোতে খণ্ডকালীন ছাত্র চাকরি বা পিএইচডি গবেষণার জন্য জার্মান ভাষা তেমন একটা জরুরি নয়। বিশ্ববিদ্যালয়ের বাইরে পার্টটাইম কাজের জন্য জার্মান ভাষা জানা জরুরি।

চাকরির ক্ষেত্রে জার্মান ভাষা জানা থাকলে বাড়তি সুবিধা এবং চাকরি পাওয়া সহজ হয়। জার্মানিতে অবস্থিত বিভিন্ন বহুজাতিক কোম্পানিগুলোতে জার্মান ভাষা জানা জরুরি নয়। এ ব্যাপারে কম্পিউটারের যন্ত্রাংশ প্রস্তুতকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ইনফিনিয়ান টেকনোলজি (Infineon Technology)-এর সহযোগী কোম্পানিতে সস্ত্রীক চাকরিরত ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল্লাহ বলেন, ‘জার্মানি ভাষা জানা থাকলে এখানে চাকরির সম্ভাবনা ৯০ শতাংশের বেশি। বাংলাদেশের ছাত্ররা জার্মানি এবং এর শিক্ষাব্যবস্থা সম্পর্কে খুব বেশি তথ্য জানে না। এখানে টিউশন ফি ছাড়া পড়াশোনা করা যায়, উপরন্তু স্কলারশিপের সুযোগও প্রচুর। আমার স্ত্রী জার্মানিতে এসে সিমেন্স কোম্পানির স্কলারশিপ অর্জন করে। এখানের সুযোগগুলো সম্পর্কে বাংলাদেশী ছাত্রদের আরো বেশি জানা দরকার এবং মিডিয়াতে আসা দরকার।

জার্মানিসহ ইউরোপের অন্যান্য দেশের ক্ষেত্রে বাড়তি সুবিধা হলো ইইউ ভিসা (EU Visa)। ইউরোপীয় ইউনিয়নভুক্ত যেকোনো একটি দেশের ভিসা থাকলে আপনি সেই ভিসা ব্যবহার করে যেতে পারবেন অন্যান্য দেশেও। এ ক্ষেত্রে চাকরি, গবেষণা বা ভ্রমণের জন্য ইইউভুক্ত দেশগুলোকে এক দেশ হিসেবে ভাবতে পারেন। একজন ছাত্র পড়াশোনার পাশাপাশি প্রতি মাসে ৮৬ ঘণ্টা কাজের অনুমতি পায়। ৫০-৬০ ঘণ্টা পার্টটাইম কাজ পেলেই মোটামুটি খরচ চালানো যায়। এ ছাড়া ছয় মাস অর্ধদিবস বা তিন মাস পূর্ণদিবস কাজের অনুমতি ছাত্র ভিসাতে দেয়া হয়। কম্পিউটার সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা (যেমন¬ কম্পিউটার প্রোগ্রামিং, ওয়েবপেজ ডিজাইন বা অন্যান্য) থাকলে খণ্ডকালীন ছাত্র চাকরি বা পড়াশোনা শেষ করার পর চাকরি পেতে যথেষ্ট সহায়ক হয়।

এখানে একটা অভিজ্ঞতার কথা না বললেই নয়, বাংলাদেশের ছাত্ররা ইন্টারনেটে সময় দিয়ে ধৈর্যের সাথে সার্চ করতে এখনো অনেক পিছিয়ে আছে। আপনাকে বুঝতে হবে, ইন্টারনেটই আপনার সবচেয়ে বড় সাহায্যকারী। কোনো মিডিয়া সেন্টার নয়, সরাসরি আপনি নিজেই চেষ্টা করুন ভর্তির জন্য। প্রথমে সব ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোর তালিকা করুন, বিশেষ করে ইংলিশ ভার্সনগুলোর। এ ক্ষেত্রে google.com-এর সাহায্য নিন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ধৈর্য সহকারে সার্চ করুন। যত বেশি বিশ্ববিদ্যালয়ে apply করবেন, আপনার চান্স পাওয়ার সম্ভাবনা ততই বেড়ে যাবে। ইন্টারনেটের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর জন্য তো আর অতিরিক্ত খরচ করতে হচ্ছে না। একই document শুধু কপি করে দিলেই হলো। ভারতীয় এক ছাত্রের প্রচেষ্টার কথা বলি, যিনি জার্মানির সব বিশ্ববিদ্যালয়ে apply করে চান্স পেয়েছেন একটিতে। তার মেহনত সত্যিই অনুকরণীয়।

জার্মানিতে পড়াশোনার জন্য আসতে পারেন কয়েকভাবে। উচ্চ মাধ্যমিক পাস করে কেউ চাইলে তাকে জার্মান ভাষা কোর্সে ভর্তি হতে হবে। খুব কমসংখ্যক বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্রাজুয়েট পর্যায়ে ইংলিশ ভাষায় কোর্স চালু আছে। প্রথম চেষ্টা করতে পারেন ইংলিশ ভাষায় পড়ানো হয় এমন কোনো subject-এ ভর্তি হতে। তা না পেলে দু’ভাবে ব্যাচেলর কোর্সে ভর্তি হওয়া যেতে পারে। প্রথমত, বাংলাদেশে জার্মান ভাষার কিছু প্রাথমিক জ্ঞান নিয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য apply করুন। ভর্তি হতে পারলে এখানে এসে মূল কোর্স শুরুর আগে ছয় থেকে এক বছরের মধ্যে জার্মান ভাষার বাকি কোর্স করে ফেলুন। অন্যভাবেও আসা যায়, আপনি সরাসরি বাংলাদেশ থেকে জার্মানির যেকোনো ভাষা শিক্ষা কেন্দ্রে apply করুন। ভর্তি হতে পারলে ভাষা শিক্ষার জন্য ভিসা পাবেন। এখানে এসে ভাষা শিক্ষা সমাপ্ত করে বিশ্ববিদ্যালয়ে আপনার পছন্দের subject-এ ভর্তি হতে পারেন। তবে এই প্রক্রিয়া বেশ costly. মাস্টার্সে ভর্তির জন্য প্রথমে ডাড (daad.de)-এর ওয়েবসাইট থেকে কোনো কোনো ভার্সিটিতে আপনার সাবজেক্ট আছে তার তালিকা তৈরি করুন। আপনার যোগ্যতা (যেমন¬ রেজাল্ট, TOEFL/IELTS ইত্যাদি) পুরোপুরি খাপ না খেলেও নির্দ্বিধায় apply করুন।

পিএইচডি’র জন্য সরাসরি apply করতে পারেন। ভার্সিটির ওয়েবসাইট থেকে আপনার সাবজেক্ট সংশ্লিষ্ট ফ্যাকাল্টির ইনস্টিটিউটগুলোর তালিকা তৈরি করুন। ইনস্টিটিউট প্রফেসরকে সরাসরি email করুন। জানতে চান পিএইচডি’র সুযোগ আছে কি না। যদিও জার্মান বা ইউরোপীয় মাস্টার্স ডিগ্রি না থাকলে সরাসরি পিএইচডিতে নিতে চান না। প্রফেসর যদি রাজি হন সে ক্ষেত্রে বুঝবেন তার পর্যাপ্ত ফান্ড আছে আপনার জন্য। আরেকটা কথা বলে রাখা ভালো, বাংলাদেশে অনেকের একটা ভুল ধারণা হচ্ছে, উচ্চশিক্ষা করতে হবে স্কলারশিপ নিয়ে, আর তা শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য। পিএইচডি’র জন্য স্কলারশিপ জরুরি।

আগেই বলেছি, ছাত্রাবস্থায় পার্টটাইম কাজ পাওয়ার জন্য কম্পিউটার প্রোগ্রামিং বা কম্পিউটার সংশ্লিষ্ট কাজ জানা থাকা খুবই সহায়ক। এ ক্ষেত্রে দেশেই পরিচিত কারো কাছে অথবা কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রোগ্রামিং বা ওয়েবপেজ ডিজাইনিং ইত্যাদি কাজের প্রাথমিক ধারণা নিতে পারেন।

জার্মানির উচ্চশিক্ষা সম্পর্কে তথ্য পাবেন কিভাবে? প্রথম কথা, আপনাকে ইন্টারনেটে লেগে থাকতে হবে। নিয়মিত ইন্টারনেটে বসা, সার্চ করা ও ব্যাপক যোগাযোগ অত্যাবশ্যক। ইন্টারনেটে আপনার পরিচিতি সার্কেল বাড়াতে হবে। জার্মানি ও এর বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য, ছাত্রবৃত্তিসহ অন্যান্য তথ্যের জন্য গুরুত্বপূর্ণ উৎসগুলোর মধ্যে জার্মান একাডেমিক একচেঞ্জ সার্ভিস (DAAD, http://www.daad.de ) গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন সাবজেক্টের তালিকা ও স্কলারশিপের তথ্য পাবেন। স্কলারশিপের জন্য জার্মান সায়েন্স ফাউন্ডেশন (DFG, http://www.dfg.de ), জার্মান শিক্ষা ও গবেষণা মন্ত্রণালয় (BMBF, http://www.bmbf.de ) উল্লেখযোগ্য। এসব সংস্থার ওয়েবসাইটের সংশ্লিষ্ট ইংলিশ সংস্করণে আপনাকে ব্যাপক সার্চ করতে হবে।

বাংলাদেশী ছাত্ররা ইতোমধ্যে বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (BSA) গড়ে তুলেছে যা নতুন ছাত্রদের জন্য সহায়ক ভূমিকা পালন করছে। BSA-এর ওয়েবসাইট http://www.bsa-germany.de আপনাকে দেবে যথেষ্ট সহায়তা। এ ছাড়াও bsa-germany yahoo group-এর সদস্য হয়ে ইমেইল করলে আপনি জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্রদের কাছ থেকে যথেষ্ট তথ্য আর অভিজ্ঞতা পেতে পারেন। ঢাকাস্থ জার্মান কালচারাল সেন্টার (www.goethe.de/dhaka ) জার্মান দূতাবাসের ওয়েবসাইট (www.dhaka.diplo.de ) পাবেন জার্মানিতে উচ্চশিক্ষার পর্যাপ্ত তথ্য।

তথ্যের খনিঃ
scholarship, আপনার কাংখিত সাব্জেক্ট পেতে এই লিংকগুলো কাজে দিবে:

http://www.daad.de/en/index.html (জার্মান একাডেমিক একচেঞ্জ সার্ভিস , এখানে মাষ্টার্স, পিএইচডি, পোষ্টডক সহ সব ধরনের তথ্যে ও স্কলারশিপের জন্য দরকারি)
http://www.bmbf.de/en/index.php (জার্মান শিক্ষা ও গবেষণা মন্ত্রণালয়। এরা সীমিত আকারের স্কলারশীপ দেয়। এখানে চেষ্টা করুন )
http://www.dfg.de/en/http://www.dfg.de/en/research_funding/programmes/index.html (এরা মুলত পিএইচডি, পোষ্ট ডক স্কলারশীপ দেয়। )
http://ec.europa.eu/education/programmes/mundus/index_en.html
(একে ইরামুস প্রোগ্রাম বলে। অনেক মাষ্টার্স কোর্স ও স্কলারশীপ অফার করে ইরামুস। এটি ইউরোপিয় ইউনিয়নের একটি প্রকল্প। অনেক বাংলাদেশী ছাত্র এটি নিয়ে ইউরোপের অনেক বিশ্ববিদ্যালয়ে মাষ্টার্স ও পিএইচডি করছেন)

এখানে আমি মাত্র কয়েকটি নমুনা লিঙ্ক দিলাম, এগুলেই সব না। আপনি daad.de
ইংলিশ সাইটে অনেক লিঙ্ক পাবেন। এখানে জার্মানীর বিশ্ববিদ্যালয়গুলোর একটা লিষ্ট পাবেন, http://www.studyineurope.eu/study-in-germany/higher-education-institutions/

Computer Science & Engineering:

Click to access application-form.pdf

http://www.euroeducation.net/euro/fachhochschule_frankfurt_computer_science.htm
http://www.tu-harburg.de/education/master/
http://www.learn4good.com/great_universities/computer_science_university_degrees.htm

Electrical & Electronics Engineering:
http://www.jacobsuniversity.de/schools/ses/programs/graduate/electricalengineering/admission/
http://www.msc-ee.hs-bremen.de/
http://www.tu-harburg.de/education/master/
http://www.learn4good.com/great_universities/engineering_master_degree_programs.htm

Civil, Mechanical Engineering, and Applied maths:
http://www.msc.commas.uni-stuttgart.de/
http://www.ce.tu-darmstadt.de/index.en.php?language=en
http://www.uni-due.de/computationalmechanics/
http://www.tu-braunschweig.de/cse/index.html
http://www.bauing.ethz.ch/master/index_EN
http://www.ces.rwth-aachen.de/index_eng.html
http://www.come.tum.de/cms/
http://www.cse.tum.de/course/plan.html
http://www.ruhr-uni-bochum.de/comp-eng/
http://www.warem.uni-stuttgart.de/
http://gacm.informatik.uni-stuttgart.de/gacm/html/about/affiliatedPrgs.php

best courses for bachelor(undergraduate) study
http://www.ce.tu-darmstadt.de/index.en.php?language=en
http://www.ces.rwth-aachen.de/index_eng.html

MBA, BBA coursesঃ
http://www.find-mba.com/germany
http://www.postgraduate.de/MBA/Studium/Master_of_Business_Administration_ (MBA)_2673.htm
http://www.tu-harburg.de/education/master/
http://www.wiwi.euv-frankfurt-o.de/en/studium/studienangebot/index.html

For PhDঃ
যারা পিএইচডি করতে চান, তাদের জন্য এটাকে তথ্যের একটা খনি বলা যেতে পারে। আপনি যে বিভাগেরই হোন না কেন, এই লিষ্টটি ভালো করে সার্স করুন। জার্মানীতে অনেক গ্রাজুয়েট স্কুল আছে যেগুলোর অধীনে পিএইচডি প্রোগ্রাম অফার করা হয়। আবেদন গৃহিত হলে আপনি জার্মান সায়েন্স ফাউন্ডেশান থেকে স্কলারশীপ পাবেন। স্কলারশীপ বা বেতন ছাড়া জার্মানীতে সেলফ ফিনান্সে পিএইচডি করার কোন সুযোগ নেই।

http://www.dfg.de/en/research_funding/programmes/list/index.jsp?id=GSC
(এটি ইংলিশে, কিন্তু এখানে গ্রাজুয়েট কলেজের পুর্নাংগ লিষ্ট নেই। এর জন্য আপনাকে পরবর্তি সাইটটি ভিজিট করতে হবে)
http://www.dfg.de/foerderung/programme/listen/index.jsp?id=GRK
(সাইটটি জার্মানে)
http://www.dfg.de/foerderung/programme/listen/index.jsp?id=GRK

Google Search:
পর্যাপ্ত তথ্যের জন্য গুগল মামা অন্যতম সহায়ক। এর জন্য দরকার আপনার মেহনত ও ধৈর্য্য। কিছু কি ওয়ার্ড দিয়ে আপনি গুগল সার্স করুন, যেমন, “Higher study in Germany”, “Scholarships in Germany”,
“Masters Course + Germany”, “Masters in Botany + Germany” etc
ধন্যবাদ পাবেন:ড. মোকাররম